ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে গত ২৬ ফেব্রুয়ারি এ শ্রদ্ধা জানানো হয়। পরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এসময় জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী , সহসভাপতি জাহাঙ্গীর ফারাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এএম রব মিন্টু, গোলাম কিবরিয়া, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফিক উল্লাহ, সহ-সভাপতি মহসিন, গ্রীস আওয়ামী লীগের সভাপতি রাকিব মৃধা, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মনজুরুল হাসান চৌধুরী, সুইডেন আওয়ামী লীগের মঞ্জুরুল হাসান ও আতাউর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার