খুলনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারকের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের মামলায় ওই বিচারকের ব্যক্তিগত সহকারী (স্টেনোগ্রাফার) রিয়াজুল কবিরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের পিপি আইনজীবী লুৎফুল কবির নওরোজ এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, ২০১৩ সালে সাজাপ্রাপ্ত রিয়াজুল কবির খুলনা জেলা দায়রা জজ জিএম সালাউদ্দিনের স্বাক্ষর জাল করে ফটোকপির বিল বাবদ ৩ হাজার ৯০ টাকা আত্মসাত করেন। ওইসময় জিএম সালাউদ্দিন অতিরিক্ত দায়িত্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ছিলেন।
এদিকে স্বাক্ষর জাল ও অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী (উপাধি) বাদী হয়ে মামলা করেন। পরে শুনানি শেষে আসামি রিয়াজুল কবিরের কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণাকালে রিয়াজুল কবির আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন