চকবাজারের চুড়িহাট্টার আগুনে দগ্ধদের মধ্যে মোজাফফর নামে একজনকে আজকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। এ নিয়ে এখন পর্যন্ত তিনজন ছাড়পত্র পেয়েছেন। এখনো চিকিৎসাধীন চারজন। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় চিকিৎসকসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান মোজাফফর।
দুঃস্বপ্নের আগুনে পুড়ে দুঃসহ যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কেটেছে প্রায় এক সপ্তাহ। এবার বাড়ি ফেরার পালা। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে কিছুটা স্বস্তির আভাস থাকলেও চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মোজাফফর কাজ করতেন পুরান ঢাকার একটি কসমেটিকস কারখানায়। ঘটনার দিন হেঁটে যাচ্ছিলেন চুড়িহাট্টার রাস্তা দিয়ে। মুহূর্তেই দাউদাউ আগুন। তারপরের কথা আর কিছুই মনে নেই তার।
সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় চিকৎসকসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবারের সদস্যরা। যত রোগী আছেন, সকলকে আল্লাহ তায়ালা সুস্থ করে বাসায় পাঠায় দিক।
স্বজনরা জানান, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তায়ালা ওনাকে সুস্থ করেছেন।
মোজাফফরসহ এখন পর্যন্ত তিনজনকে ছাড়পত্র দিয়েছেন তারা। চিকিৎসাধীনদের মধ্যে দু’জন এখনো আশঙ্কা মুক্ত নন বলেও বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন। তিনি জানান, আমরা দু'জনকে ছাড়পত্র দিয়েছি তারা হচ্ছেন সালাউদ্দিন, হেলাল ও মুজাফ্ফর। তিনজন ছাড়পত্র পেয়েছেন। দুইজন মারা গেছেন। এছাড়াও বাকিদের মধ্যে যাদের কম পুড়ে গেছে, তাদের পর্যায়ক্রমে ছাড় দেয়া হবে।
চকবাজারের চুড়িহাট্টার আগুনে দগ্ধ নয়জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে দু'জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত