খুলনায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে কর্মরত এনজিও এবং সিটি করপোরেশনের (কেসিসি) কঞ্জারভেন্সী বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে নগর ভবনে এসভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে ময়লা রাখার প্লাস্টিক বিন (পাত্র) বিতরণ, ড্রেনে সেফটিক ট্যাঙ্কির সংযোগ বন্ধে বাড়ির মালিকদের নোটিশ প্রদান ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত হয়।
এসময় সিটি মেয়র বলেন, এ কাজে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না এবং সংশ্লিষ্টদের কোনো রূপ গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আব্দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল আজিজ, ডা. এম এ আলী, কেসিসি’র সহকারী কঞ্জারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানী, মো. আব্দুর রকিব, জিয়াউর রহমান, পার্টনার এনজিও মুক্তির আলো’র ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুল করিম, প্রদীপনের প্রতিনিধি শেখ বজলুর রহমান, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মো. মাসুম বিল্লাহ, এস এম হুসাইন, এরফান আহমেদ খান, ব্রিক-এর প্রতিনিধি অমিত লস্কর, ব্র্যাকে প্রতিনিধি শাহীন শেখ, সিএসএস-এর আলী আকবর, জেজেএস-এর প্রতিনিধি নব কুমার সাহা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন