রাজধানীর মিরপুরের ভাসানটেকের সিআরপির হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার আগুনে সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ শুরু করে। পরে আরও ১২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর