রাজধানীর মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালে পেছনে অবস্থিত জাহাঙ্গীর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১ ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে
বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া জানান, রাত দেড়টার দিকে মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালে পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। খরব পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচ ইউনিট কাজ শুরু করে। পরে আরও ১৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর