ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে উত্তরার ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ আহ্বান জানান।
ভোট দেওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আজকে বৃষ্টির দিন, ছুটির দিন, আজকে ভোটেরও দিন। আপনারা গরম খিচুড়ি আর চা খেয়ে ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। ভোট দেওয়া আপনার গণতান্ত্রিক অধিকার। ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।
তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী থাকলে ভালো হত। কিন্তু যখন নেই তাহলে আর কি। আমি নির্বাচিত হলে সবাইকে নিয়ে একটি সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়ব।
বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে শঙ্কা করেন আতিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম