খুলনায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ আটক করা হয়েছে ১১৮ জনকে। এসময় আটকৃতদের কাছ থেকে ইয়াবা, গাজা ও দেশীয় মদ উদ্ধার করা হয়।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত। এসময় জেলার ৯টি ও মহানগরীর ৮টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে গণমাধ্যমকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৭ জন মাদক বিক্রেতাসহ মোট ৭১ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজাও ৯লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে পুলিশ সুপার (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) মো. আনিচুর রহমান জানান, জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে মাদক বিক্রেতাসহ মোট ৪৭ জন আসামিকে আটক করা হয়েছে। পরে আদালতে সোর্পদ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন