ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচন এবং উত্তর-দক্ষিণের নতুন ৩৬ ওয়ার্ডের সাধারণ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও কোনো অভিযোগ নাই।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম