রাজধানীর মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালে পেছনে অবস্থিত জাহাঙ্গীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর পাশের একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে লাগা ওই আগুন রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ওই দুই শিশুর পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে তাদের একজনের বয়স ৬ মাস ও অন্যজনের সাত বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বাবুল মিয়া যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ১ টা ৩৪ মিনিটে মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে খবর পেয়ে দুপুর ১২টার পরে ঘটনাস্থলের পাশের একটি ডোবা থেকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাসানটেক থানার উপপরিদর্শক আবু জাফর তালুকদার মানিক জানান, বস্তিটিতে আগুন লাগার পর বিপুলসংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে আসে। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বেলা সোয়া দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর বস্তির পাশের একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম