রাজধানীর মিরপুরের ভাষাণটেকে একটি বস্তিতে অগ্নিকাণ্ডে প্রায় দেড় হাজার বসতঘর পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই বস্তির একটি ঘরে আগুন লাগার পর তা আশপাশে ছড়িয়ে পড়ে। বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। ফায়ার সার্ভিসের ডিএডি মানিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি স্টেশনের ২২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। পানির ওপর ভাসমান ওই বস্তিতে আগুন লাগার পর খাল পাড় হতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবরীদল ওই শিশু দুটির মরদেহ উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, বুধবার রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং আজ সকাল ৮টার দিকে সম্পূর্ণরুপে আগুন নির্বাপণ করা হয়। এরপর ডাম্পিংয়ের কাজ চলছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
তিনি আরও বলেন, ডোবার উপরে বাঁশের খুঁটি দিয়ে ঘর তুলে এই বস্তি গড়ে তোলা হয়েছে। আগুন লাগার পর খালি হাতেই ঘর ছেড়ে বেরিয়ে আসে বসবাসকারীরা। বহু মানুষ সর্বস্ব হারিয়েছেন এই আগুনে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম