নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রধান বিরোধী দলগুলো অংশ না নেওয়ায় ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন নয়, এটি অপূর্ণাঙ্গ নির্বাচন।
ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকার দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিল ও মহিলা কাউন্সিলর নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ায় সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব