ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে মেয়র পদে উপ-নির্বাচনে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বালক শাখার ৬ কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার দুইশ'। কিন্তু বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে বৃষ্টিভেজা সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল খুব কম। পরিস্থিতি এমন যে ভোটারের থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসারের সংখ্যাই বেশি। সবাই মোটামুটি অলস সময় পার করছেন।
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ৪১২ নারী ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান বলেন, নারী ভোটাররা এখন রান্নার কাজে ব্যস্ত। রান্না শেষে বাড়ির সদস্যদের খাওয়ানোর পরে তারা ভোটকেন্দ্রে আসবেন। নারীরা সকালে নানা কারণে আসতে পারেন না। আমার বিশ্বাস বেলা গড়ানোর সঙ্গে ভোটার বাড়বে।
এই কেন্দ্রের মাঠে মেয়র প্রার্থী আতিকুল ইসলামের কর্মীর সংখ্যা বেশি। কেন্দ্রের দু’তলায় আনসার ভিডিপির দুই নারী সদস্য মনের সুখে পানে মজেছেন। এই প্রতিষ্ঠানে ৬ কেন্দ্রের মধ্যে তিনটি নারী ও তিনটি পুরুষ।
দ্বিতীয় তলায় ৪১২ নম্বর নারী কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯২০। অথচ ভোট পড়েছে ২শ'। সাড়ে ১২টা পর্যন্ত এই কেন্দ্রে একটিও ভোটার চোখে পড়েনি। একজন ভোটার আসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের কাছে তিনি জামাই আদর পাচ্ছেন।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মো. মাইনুল হোসেন খান নিখিল কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মীর সংখ্যা বাড়তে থাকে। নিখিল বলেন, সকালে আবহাওয়া খারাপ, সেই তুলনায় ভোটার উপস্থিতি ভালো। বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব