‘শিশু সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আগে উপকুলীয় অ লের শিশুরা জীবিকার জন্য লড়াই করতো। এখন তারা স্কুলে যায়। দিন দিন তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। বর্তমান সরকার শিশু অধিকার এবং শিশু সুরক্ষায় বিশেষ নজর দিচ্ছে।’
বৃহস্পতিবার খুলনার কয়রায় ন্যাশনাল চিলড্রেনস টাক্সফোর্স (এনসিটি)’র আয়োজনে শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ। এনসিটি কয়রার সভাপতি মিলন মুন্ডার সভাপতিত্বে বক্তৃতা করেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা হাবিবুল্যাহ, মোস্তফা শফিকুল ইসলাম, আনিকা আক্তার, হুমায়ুন কবির, রিয়াছাদ আলী, আনিছুর রহমান, দেলোয়ার হোসেন, আছাদুল হক, হাফেজ রিয়াজুল ইসলাম, বাহারুল ইসলাম, শামীম আহম্মেদ, প্রমিলা মুন্ডা, আয়শা আক্তার, সুরভী মুন্ডা।
অনুষ্ঠানে শিশুদের অধিকার বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমস্যা মোকাবেলায় করনীয় নিয়ে আলোচনা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর