ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন ও উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত অংশে কাউন্সিলর পদে ৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে বলে ধারণা করছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটের হিসেব এখনো করিনি। তবে মেয়র পদে উপ-নির্বাচনে বড় কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটারদের উপস্থিতি কম ছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন