নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদের ভাই মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে ২০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে।
বন্দর থানার এএসআই শহিদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। এর আগেও সোহেল মাদকসহ গ্রেফতার হয়েছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর