মিরপুরের ভাসানটেক সিআরপি হাসপাতালের পেছনে অবস্থিত জাহাঙ্গীর বস্তিতে লাগা আগুনে প্রায় দেড় হাজার বসতঘর পুড়ে গেছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আসার পর পাশের একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে লাগা ওই আগুন রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে পাঁচ শতাধিক পরিবার। তাই খোলা আকাশের নীচে দুর্বিষহ রাত কাটছে রাজধানীর ভাষানটেকে পুড়ে যাওয়া ওই বস্তিবাসীর। বুধবার রাতের সেই ভয়াল আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। এই নিয়ে নিঃস্ব মানুষগুলোর মনে অনেক প্রশ্ন।
কোনো কেমিক্যাল বা গান পাউডার দিয়ে আগুন ধরানো হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন বস্তিবাসী। নয়তো বৃষ্টির মধ্যেও এতো আগুন ছড়ালো কিভাবে, প্রশ্ন তাদের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম