ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্ধিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন এক প্রার্থী। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে দক্ষিণ সিটির ১৮টি ওয়ার্ডে।
সন্ধ্যায় ফলাফল ঘোষণার সময় ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী হাজী বিপ্লব জানান, সাতটি কেন্দ্রের প্রাপ্ত ভোটে আমি ২৭৫ ভোটে এগিয়ে ছিলাম। আমার লোকজন বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে। ব্রাইটমুন ক্লিন্ডার গার্ডেন কেন্দ্র প্রাপ্ত ফলাফলে প্রিজাইডিং অফিসের স্বাক্ষর না নিয়েই আমার কর্মী-সমর্থকরা বের হয়ে যান। কিছুক্ষণ পর আমাকে ১০১ ভোট কম দেখিয়ে পরাজিত করে খায়রুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে কারচুপি করে আমাকে হারানো হয়েছে। এ ফলাফল মানবেন না বলেও মন্তব্য করেন তিনি।
দক্ষিণের ৬৯ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন অভিযোগ করেন, স্থানীয় এমপির ছেলেরা দিনের বেলায় ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রার্থীর পক্ষের লোকজনকে ভোট কেন্দ্রে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করেন। কিন্তু তারপরও আমাকে ভোট দিতে তারা কেন্দ্রে আসে। ফলাফল ঘোষণার সময় এমপিপুত্র সজল নিজে উপস্থিত থেকে প্রভাব খাটিয়ে আরেক প্রার্থী হাবিবুর রহমান হাসুকে ১৩৪ ভোটে বেশি দেখিয়ে বিজয়ী ঘোষণা করে। প্রকৃতপক্ষে আমিই বিজয়ী হয়েছি। আমাকে হারানো হয়েছে। এ প্রসঙ্গে সজলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ