খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে যেকোন মূল্যে ময়ূর নদীসহ সংযুক্ত খালগুলো সচল রাখতে হবে। এজন্য নদী ও খালের ওপর থেকে অবৈধ স্থাপনা দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, খুলনাকে গ্রীন সিটি করার পরিকল্পনা রয়েছে আমাদের। এই গ্রীন সিটি ময়ূর নদীকে কেন্দ্র করেই গড়ে তোলা হবে।
রবিবার নগরীর অভিজাত হোটেলে ‘ওয়াটার এ্যাজ লেভারেজ খুলনা’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সিটি মেয়র এসব কথা বলেন।
খুলনার জলাবদ্ধতা নিরসনে নেদারল্যান্ডস’র সিডিআর ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে সিটি করপোরেশন এ কর্মশালার আয়োজন করে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট প্রতিকূলতা মোকাবেলায় সংস্থাটি খুলনা মহানগরীসহ দক্ষিণ এশিয়ার ঝুঁকিপূর্ণ তিনটি শহরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সিটি মেয়র বলেন, খুলনার রূপসা ও ভৈরব নদী প্রতিনিয়ত ভরাট হওয়ায় জোয়ারের সময় পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হচ্ছে। এ কারণে নদী দু’টিতে দ্রুত পানি নিষ্কাশনের সুবিধার্থে প্রকল্প প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে হবে।
কেসিসি’র সচিব মো. আজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ হেনক অভিন্ক ও খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু।
বিডি প্রতিদিন/এ মজুমদার