‘নিরাপদ মানসম্মত পণ্য’ শ্লোগানে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশাল বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল সার্কিট হাউজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম ও জেলা ক্যাব সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন।
বক্তারা নিরাপদ মানসম্মত পণ্য নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা