বরিশাল নগরীর কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মানিক মাঝিকে গ্রেফতার করেছে র্যাব-৮। মঙ্গলবার রাতে নগরীর কালিবাড়ি থেকে পলাতক তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মানিক ওই উপজেলার কটকস্থল গ্রামের ইঙ্গল মাঝির ছেলে।
পরে মানিকের স্বীকারোক্তি অনুযায়ী জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়ার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় ইয়াবা ও ফেনসিডিল এবং মাদক বিক্রির প্রায় দেড় লাখ টাকা।
বুধবার দুপুর র্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর কালিবাড়ি থেকে পলাতক আসামি মানিক মাঝিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার দুপুর ১টায় গৌরনদীর মাহিলাড়া গ্রামের ভাড়া বাসা থেকে ৩৫৫ পিস ইয়াবা, ১০৫ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির ১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার মানিককে গৌরনদী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করেন র্যাবের ডিএডি মো. মামুনুর রশিদ খান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন