২০ মে, ২০১৯ ১৮:০২

বরিশালে ৪৫ হাজার রেনুপোনা বোঝাই পিকআপ জব্দ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ৪৫ হাজার রেনুপোনা বোঝাই পিকআপ জব্দ, আটক ৪

ভোলা থেকে খুলনা পাঁচারকালে বরিশাল সদর উপজেলার লাহারহাটে গলদা চিংড়ির ৪৫ হাজার রেনুপোনা বোঝাই একটি পিকআপসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। 

বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ভোলা থেকে একটি পিকআপ বোঝাই করে গলদা চিংড়ির বিপুল সংখ্যক রেনুপোনা খুলনায় পাঁচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ লাহারহাট ফেরিঘাটে চেকপোস্ট স্থাপন করে। সকালে ভোলা থেকে আগত একটি পিকাপ তল্লাশী করে ব্যারেলের মধ্যে রক্ষিত ৪৫ হাজার গলদা চিংড়ির রেনুপোনাসহ ৪ জনকে আটক করে পুলিশ। পরে তাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন। 

জব্দকৃত রেনু পোনা সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর