২৬ মে, ২০১৯ ১৭:৪৩

এনডিএফ জোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

এনডিএফ জোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এনডিএফ জোটের ইফতারে নেতাকর্মীরা

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বাধীন এনডিএফ জোট (ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি হোটেলে শনিবার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ইফতার-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনপিপি ও এনডিএফ জোটের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। সভা পরিচালনা করেন এনপিপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. জাহিদুর রহমান।

এ সময় শেখ সালাউদ্দিন সালু বলেন, সিয়াম সাধনার মধ্যে প্রখর গরমে মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ধান ঘরে তুলেছেন। অথচ সেই ধানের ন্যায্যমূল্য না দিয়ে পরিস্থিতির দায় তাদের উপরই চাপানো হচ্ছে। কৃষককে অপবাদে জড়ানোর অপতৎপরতা বন্ধ করে ধানের ক্রয় মূল্য এক হাজার ২০০ টাকায় পুনর্নির্ধারণ করুন।

সভায় আরও বক্তব্য রাখেন এনপিপির মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মণ্ডল, প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগরী সভাপতি আনিসুর রহমান দেওয়ান, জাগপার সভাপতি একেএম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আবদুল হাই সরকার, মিসেস খালেকুজ্জামান খান দুদু, মো. ইদ্রিস চৌধুরী, শেখ আবুল কালাম,  মো. আনিসুর রহমান দেওয়ান, বিআইপির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান ছাবের আহমেদ, ডিপিবির চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর