রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষ ও ফলদ বৃক্ষ মেলা। রাজশাহীর নগর ভবনের গ্রীন প্লাজায় ২০ দিনের এ মেলার আয়োজন করা হয়েছে। বিভাগীয় সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
বুধবার সকালে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী একটি গাছ কাটার পূর্বে তিনটি গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা মানতে হবে।
তিনি বলেন, রাজশাহী মহানগরী সবুজায়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবেই এই মেলার আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক একেএম হাফিজ আক্তার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হামিদুল হক।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আমির জাফর, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দেব দুলাল ঢালী, বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক।
এর আগে সকালে মেলা উপলক্ষে মহানগরীর অলোকার মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি নগর ভবনের গ্রীন প্লাজায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন