“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রংপুরের জিলা স্কুল মাঠে উদ্বোধন হয়েছে ২০ দিনব্যাপী বিভাগীয় বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা।
বুধবার জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর, রংপুরের আয়োজনে এই বৃক্ষমেলার উদ্বোধন হয়। উদ্বোধন উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে ফিতা ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এ সময় জিলা স্কুলের বটতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর মহানগর নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাফু।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাজ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুরের উপ-পরিচালক ড. সরোয়ারুল হক।
২০ দিনব্যাপী বিভাগীয় বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলায় নার্সারি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৫০টি স্টল রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম