কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে সোনালী ব্যাংক রংপুর কর্পোরেট শাখার ডেস্ক হতে ছিনতাই হওয়া তিন লাখ টাকাসহ দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- খুলনার খালিশপুরের বোয়ালগাড়ী এলাকার হাতেম আলীর ছেলে আবুল কাশেম (৬০) ও দেলোয়ার হোসেনের ছেলে লিটন (৩১)।
এ ঘটনায় শুক্রবার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি অ্যা- মিডিয়া) আলতাফ হোসেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন