বরিশালে আগামী ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে বিএনপি।
শনিবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য বলে বক্তরা মতামত দেন। তাই ব্যাপক প্রচার প্রচারনাণার মাধ্যমে ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশে ব্যাপক উপস্থিতি করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন নেতারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন