রাজধানী যাত্রাবাড়ী মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে মাতুয়াইল চৌরাস্তায় এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিউল ইসলাম রংপুর গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। বর্তমানে মাতুয়াইল চৌরাস্তার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার