বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে
- লতিফ সিদ্দিকীর জামিন বহাল আপিল বিভাগে
- জাতীয়তাবাদের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার ড্যাবের
- নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি
- সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে রেকর্ড শাটডাউন
- টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
- এবার ঢাবির জিয়া হলে ধূমপান নিষিদ্ধ
- জাতীয় রাজস্ব বোর্ডের ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু
- রাজধানীর বাড্ডায় প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত
- আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে নামল
- ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার, বন্দী ফিলিস্তিনিরা
- আজ শহীদ নূর হোসেন দিবস
- গাজার সুড়ঙ্গে আটকে থাকা ২০০ ফিলিস্তিনির নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা তুরস্কের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
- রাবির রেজিস্ট্রারের সঙ্গে জিএস আম্মারের বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ নভেম্বর)
এক হাত ছাড়াই বাড়ি ফিরলেন রাজশাহীর সেই ফিরোজ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
চলন্ত বাসে ট্রাকের ধাক্কায় হাত হারানো রাজশাহী কলেজের ছাত্র ফিরোজ সরদার সুস্থ হয়ে উঠেছেন। রবিবার তাকে ছাড়পত্র দেওয়া হলেও এক হাত ছাড়াই বাড়ি ফিরে যান তিনি। হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ফিরোজ সরদারকে আমরা হাসপাতালে পাওয়ার সঙ্গে-সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে যাই। এরপর অপারেশন সম্পন্ন হয়। হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এখন সুস্থ আছেন। চলাফেরা করতে পারছেন। হাতের ক্ষত স্থানও এখন ভালো আছে। রবিার তাকে দেখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে ফিরোজ বলেন, ‘শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল আমার। এজন্য প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ২৮ জুন বগুড়ায় গিয়েছিলাম। সে স্বপ্ন তো পুরণ হলোই না, উল্টো আরও এক বছর পিছিয়ে গেলাম আমি। হাত হারিয়ে চলমান মাস্টার্স পরীক্ষায় অংশ নেওয়া হয়নি আমার। এখন কেবল অনিশ্চিত ভবিষ্যৎ দেখছি।’
তিনি আরও বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল একজন শিক্ষক হবো। সরকারের কাছে আমার দাবি আমি যাতে এখন কোন রকমে খেয়ে পড়ে থাকতে পারি, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাকে একটি প্রাথমিক শিক্ষকের চাকরির ব্যবস্থা করে দিতে। পাশাপাশি আমি আমার পাশে পাওয়া কলেজের বন্ধু ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমার হাত হারানোর পর থেকে আজ পর্যন্ত কোন বাস মালিক সমিতির নেতারা খোঁজ নেয়নি। তিনি পুলিশের কাছে দাবি করেন তার মতো যাতে আর কাউকে হাত হারাতে না হয় তার জন্য এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত দোষীদের দৃষ্টান্তমূলত শাস্তি চান।
গত ২৮ জুন রাজশাহীগামী মোহাম্মদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিকগামী একটি বেপরোয়া ট্রাক পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী ফিরোজ আহমেদের ডান হাতের কনুই পর্যন্ত কেটে পড়ে যায়। ওইদিন সন্ধ্যায় নগরীর উপকণ্ঠ কাটাখালি পৌরসভার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফিরোজ। এ ঘটনায় ২৯ জুলাই নগরীর কাটাখালি থানায় মামলা করেন তার বাবা মাহফুজুর রহমান।
ফিরোজ রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নামোইট গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। এরই মধ্যে ‘মোহাম্মদ পরিবহন’ বাসের চালক ফারুক হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাস ও ট্রাক দুটি। তবে ট্রাকচালক ওয়াহিদুজ্জামান এখনও পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর