বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- উইম্বলডনে আলকারাজকে হারিয়ে ইতিহাস গড়লেন সিনার
- লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল টাইগাররা
- কর্নেল ইভাল হত্যা: রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন
- শেষ মুহূর্তের গোলে নেপালকে হারাল বাংলাদেশ
- ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মাদ্রাসা শিক্ষার্থীর
- সংস্কার কমিশন মানুষের মনের ভাষা বুঝবে না : আমীর খসরু
- নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গ্রেফতার
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- লিটন-শামীমের ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
- ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার
- শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রতিযোগিতা
- সারাদেশে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৫৬৮
- ত্রিদেশীয় সিরিজ: ফিন অ্যালেনের চোটে কপাল খুলল কনওয়ের
- শিরোনামহীনের নতুন গান ‘কতদূর’
- নেপালের বিপক্ষে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- যশোরে ১১ স্বর্ণের বারসহ আটক ৩
- ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি
- কর্মস্থলে অনুপস্থিত আরও ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- এক ওভারে ৬ ছক্কা! রেকর্ড তালিকায় বুলগেরিয়ার মানান বশির
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
এক হাত ছাড়াই বাড়ি ফিরলেন রাজশাহীর সেই ফিরোজ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

চলন্ত বাসে ট্রাকের ধাক্কায় হাত হারানো রাজশাহী কলেজের ছাত্র ফিরোজ সরদার সুস্থ হয়ে উঠেছেন। রবিবার তাকে ছাড়পত্র দেওয়া হলেও এক হাত ছাড়াই বাড়ি ফিরে যান তিনি। হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ফিরোজ সরদারকে আমরা হাসপাতালে পাওয়ার সঙ্গে-সঙ্গে অপারেশন থিয়েটারে নিয়ে যাই। এরপর অপারেশন সম্পন্ন হয়। হাসপাতালে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এখন সুস্থ আছেন। চলাফেরা করতে পারছেন। হাতের ক্ষত স্থানও এখন ভালো আছে। রবিার তাকে দেখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে ফিরোজ বলেন, ‘শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল আমার। এজন্য প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ২৮ জুন বগুড়ায় গিয়েছিলাম। সে স্বপ্ন তো পুরণ হলোই না, উল্টো আরও এক বছর পিছিয়ে গেলাম আমি। হাত হারিয়ে চলমান মাস্টার্স পরীক্ষায় অংশ নেওয়া হয়নি আমার। এখন কেবল অনিশ্চিত ভবিষ্যৎ দেখছি।’
তিনি আরও বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল একজন শিক্ষক হবো। সরকারের কাছে আমার দাবি আমি যাতে এখন কোন রকমে খেয়ে পড়ে থাকতে পারি, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাকে একটি প্রাথমিক শিক্ষকের চাকরির ব্যবস্থা করে দিতে। পাশাপাশি আমি আমার পাশে পাওয়া কলেজের বন্ধু ও শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমার হাত হারানোর পর থেকে আজ পর্যন্ত কোন বাস মালিক সমিতির নেতারা খোঁজ নেয়নি। তিনি পুলিশের কাছে দাবি করেন তার মতো যাতে আর কাউকে হাত হারাতে না হয় তার জন্য এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত দোষীদের দৃষ্টান্তমূলত শাস্তি চান।
গত ২৮ জুন রাজশাহীগামী মোহাম্মদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিকগামী একটি বেপরোয়া ট্রাক পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী ফিরোজ আহমেদের ডান হাতের কনুই পর্যন্ত কেটে পড়ে যায়। ওইদিন সন্ধ্যায় নগরীর উপকণ্ঠ কাটাখালি পৌরসভার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফিরোজ। এ ঘটনায় ২৯ জুলাই নগরীর কাটাখালি থানায় মামলা করেন তার বাবা মাহফুজুর রহমান।
ফিরোজ রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নামোইট গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। এরই মধ্যে ‘মোহাম্মদ পরিবহন’ বাসের চালক ফারুক হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে বাস ও ট্রাক দুটি। তবে ট্রাকচালক ওয়াহিদুজ্জামান এখনও পলাতক। তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এই বিভাগের আরও খবর