গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে পিছন থেকে একটি পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপের চালক পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বলদিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে মো. হাসান (১৯), লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দইখাওয়া গ্রামের আলী হোসেনের ছেলে সামিউল (১৬) এবং পিরোজপুর জেলার নেছারাবাদ থানার বলদিয়া গ্রামের মো. কবির হোসেনের ছেলে নাঈম (১৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, মাস্টারবাড়ি এলাকায় ময়মনসিংহগামী লেনে একটি কাভার্ডভ্যান পার্ক করা ছিল। ময়মনসিংহগামী একটি মিনি পিকআপ দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পিকআপের সামনে থাকা অপর দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের এস আই মো. ইমতিয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবু