বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
ঢাকা থেকে দুই ডেঙ্গু রোগী রামেকে, রাজশাহীতেও একজন শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
ডেঙ্গু মোকাবেলায় আলাদা ওয়ার্ডসহ সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) চিকিৎসকরা। তবে রাজশাহীতে কোনো রোগী শনাক্ত না হলেও ঢাকা থেকে রামেক হাসপাতালে রোগী ভর্তি করা হয়েছে। গত দুই দিনে দুইজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি রাজশাহী জেলায় হওয়ায় ঢাকা থেকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রোগীর স্বজনরা।
তবে বৃহস্পতিবার রাজশাহীতেও একজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তিনি রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের ছাত্র জাহানে আলম। তার বাড়ি দিনাজপুর জেলার কামালপুরে। ঢাকা থেকে আসা অন্য দুইজন হলেন নাটোরের লালপুরের সালাউদ্দিন (২৮) ও রাজশাহীর মোহনপুরের শফিকুল ইসলাম (৩০)। তারা দুইজন ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত তিনজন এখন ভর্তি আছে। দুজনকে ঢাকা থেকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে। অন্যজন মেডিকেল কলেজের ছাত্র।
তিনি বলেন, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা বোর্ড করা হয়েছে। চিকিৎসার জন্য সবসময় তৈরি এখানকার চিকিৎসকরা। পাশাপাশি ব্লাড ব্যাংকেও পর্যাপ্ত রক্তের চাহিদা দেওয়া আছে। এজন্য রক্তের চাহিদাও তারা মেটাতে পারবেন। পাশাপাশি তাদের সব খরচ সরকারি ভাবে করা হচ্ছে। যেকোনও পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত বলে জানান।
এদিকে রামেকে ডেঙ্গু প্রতরোধে আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। হাসপাতালের ১৭ নম্বর কেবিনকে আধুনিকায়ন করে ডেঙ্গু মোকাবেলায় আলাদা ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে চিকিৎসা নিতে আসা সব রোগীকে সরকারি খরচে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
এই বিভাগের আরও খবর