মূল সড়কের পর অপসারণ করা হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশনের অলি-গলির বর্জ্যও। গত দুইদিনে রাজধানীর দুই সিটি করপোরেশনের বেশিরভাগ এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের তৃতীয় দিনে কোরবানী খুবই কম করায় নগরীতে বর্জ্যের পরিমাণও কম। এরই মধ্যে দুই নগরীকে পরিস্কারের পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটিয়েছে সিটি কর্তৃপক্ষ।
যেসব এলাকায় নতুন করে কোরবানি দেয়া হচ্ছে, সেসব এলাকা থেকেও দ্রুত বর্জ্য সরিয়ে নিচ্ছে সিটি করপোরেশন। ইতোমধ্যে দক্ষিণ সিটি করপোরেশন প্রথম ধাপে বর্জ্য অপসারণে সফল বলে ঘোষণা দেয় নগর কর্তৃপক্ষ।
অন্য দিকে উত্তর সিটিতে বর্জ্য অপসারণে রাতদিন তৎপর পরিচ্ছন্নতা কর্মীরা। বেশিরভাগে এলাকায় বর্জ্য পরিস্কার করা হয়েছে উত্তর সিটির। বর্জ্য সরিয়ে ফেলার পর ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার।
দুই সিটিতে প্রায় ১৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। দুই সিটির কোনো এলাকায় বর্জ্য এখনো সরানো না হলে হটলাইনে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন নগর কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ফারজানা