১৫ আগস্ট, ২০১৯ ১৭:২৭

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু উদ্যানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরীতে বিশাল শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়। 

এছাড়া নগরীর সকল মসজিদ ও দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে মন্দিরগুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। 

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর