শিরোনাম
১৬ আগস্ট, ২০১৯ ২৩:৪৬

আগুন নিয়ন্ত্রণে, ছাই হওয়ার পথে ৩ সহস্রাধিক ঘর

অনলাইন ডেস্ক

আগুন নিয়ন্ত্রণে, ছাই হওয়ার পথে ৩ সহস্রাধিক ঘর

রাজধানীর মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড় এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই পুড়ে ছাই হওয়ার পথে বস্তির প্রায় সাড়ে তিন হাজার ঘর। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে আগুন। 

ফায়ার সার্ভিসের অপারেশন (মেইনটেনেন্স) অফিসার লে. কর্নেল জিল্লুর রহমান এক ব্রিফিংয়ে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন তিনজন। এদের মধ্যে দু’জন কবির (৩৫), হাবিবকে (১৯) হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর জানা যাবে। তবে পানিস্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর