১৯ আগস্ট, ২০১৯ ১৫:১৬

বরিশালে ৬০১ জনকে বয়স্ক ভাতার বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ৬০১ জনকে বয়স্ক ভাতার বই বিতরণ

বরিশাল নগরীর ৬০১ জন প্রবীন নাগরিকের মাঝে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১টায় নগরীর সিটি কর্পোরেশন চত্বরে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিসিসি ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। 

অনুষ্ঠানে সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের ৬০১ জন প্রবীন নাগরিকের হাতে ভাতার বই তুলে দেন মেয়র সাদিক। নগরীর ৩০ ওয়ার্ডে পর্যায়ক্রমে ১৪ হাজার ১ জন বয়স্ক নাগরিক এই ভাতা পাবেন। প্রতি জন বছরে পাবেন ৬ হাজার টাকা। 

এর আগে গত রবিবার পৃথক অনুষ্ঠানে ৫৫৬ জন প্রবীন নাগরিকের হাতে বয়স্কভাতার বই তুলেদেন মেয়র। পর্যায়ক্রমে নগরীর ৩০ ওয়ার্ডে ১৪ হাজার ১জন বয়স্ক নাগরিক এই বয়স্ক ভাতার সুবিধা পাবেন। এছাড়া বরিশাল জেলায় ১০উপজেলার বয়স্ক ভাতা দেওয়া হবে ৮৬ হাজার ৪শ’ ৬৮ জন বয়স্ক নাগরিককে। 

বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিসির ১ নম্বর প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, শহর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার ও শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ ও প্রফেসন অফিসার সাজ্জাদ পারভেজসহ অন্যানরা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর