২০ আগস্ট, ২০১৯ ২০:৪৭

হলি আর্টিজান মামলায় এক দিনে ১০ জনের সাক্ষ্যগ্রহণ

আদালত প্রতিবেদক :

হলি আর্টিজান মামলায় এক দিনে ১০ জনের সাক্ষ্যগ্রহণ

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিতে জঙ্গি হামলা মামলায় এক দিনে আরও ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ সাক্ষ্যগগ্রণ করেন এব‍ং আগামী ২৭ আগস্ট এর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এনিয়ে মামলায় ৯৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

আজ সাক্ষ্য দিয়েছেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ, ডা. আমিনুল হাসান, ডা. এরসাদুল্লাহ, ডা. একেএম আব্দুল্লাহ আল মাসুদ, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সাত্তার, আবু তাহের ফারুকী, সিআইডির পরিদর্শক জামাল উদ্দিন, শেখ নজরুল ইসলাম, মাসুদ সিদ্দিক ও সিআইডির সহকারী ডিএনএ এনালিস্ট নুসরাত ইয়াসমিন।
 
সাক্ষ্য গ্রহণের আগে আসামি মামুনুর রশীদ ওরফে রিপন, শফিকুল ইসলাম ওরফে খালেদ, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর