Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪১

ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকায় তিস্তা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ৫৫ মিনিট পর আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। 

এর আগে সকাল সোয়া ১১ টার দিকে তিস্তার একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ থাকে। 

ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে কেওয়াটখালী এলাকায় পৌঁছায়। এসময় বিকট শব্দে ট্রেনের একটি বগির লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধরকারী দল ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য