রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মরহুম হোসেইন মোহম্মদ এরশাদ পুত্র সাদ এরশাদ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যাক্ত করেছেন। আজ শনিবার দুপুর দুইটায় শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ হচ্ছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়ছে। আমার বাবার মত আমার সাথেও রংপুরের সাধারণ জনগণ আছে, সেহেতু আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
ভোট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠ ভোটের আয়োজন করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
বিএনপি’র প্রার্থী রিটা রহমানের অভিযোগ মিথ্যা দাবি করে এরশাদ পুত্র বলেন, অন্য প্রার্থীরা তাদের পরাজয় বুঝতে পেয়ে নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাসানুজ্জামান নাজিম, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ