রাজশাহীর 'শীর্ষ' মাদক' ব্যবসায়ী শীষ মোহাম্মদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাজশাহীর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম। গ্রেফতারকৃত শীষ মোহম্মদ গোদাগাড়ীর গড়ের মাঠ এলাকার ইসরাইল হকের ছেলে।
পুলিশ জানায়, শীষ মোহাম্মদ গোদাগাড়ীর বিজয়নগর মোড়ে প্রেমতলীগামী পাকা রাস্তার পাশের একটি দোকানের সামনে অবস্থান করছিলেন। খবর পেয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় শীষ মোহম্মদের কাছে থাকা একটি ট্রাভেল্স ব্যাগ জব্দ করা হয়। ব্যাগে থাকা বালিশের ভিতর তুলার মধ্যে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫টি প্যাকেটে ১০০ গ্রাম করে সর্বমোট ৫০০ গ্রাম হেরোইন, ১৫টি সাদা পলিথিনের প্যাকেটে ১০০ পিস করে এক হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, গ্রেফতার শীষ মোহাম্মদ আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্য। তাকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। এর আগে তার বিরুদ্ধে মাদক আইনে ৪টি মামলা আছে।
বিডি-প্রতিদিন/মাহবুব