বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বরিশালে শিশু সমাবেশ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে এবং চিলড্রেনস টাস্ক ফোর্সের সহযোগিতায় বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
অনুষ্ঠানে নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষক-শিশু শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। সভার শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব