আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম।
শনিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়।
ইসহাক মিয়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি। আর আনিসুর রহমান নাঈম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও দক্ষিণ খান থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি।
গত ১১ নভেম্বর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ১১ জন সভাপতি ও ১৮ জন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব