বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে আনিচ সরদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিততে বুধবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনিচ সরদার একই গ্রামের কাশেম সরদারের ছেলে।
ওই ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ জানান, ২০০৭ সালের ১০ মে কাণ্ডপাশা গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণী করেন প্রতিবেশী আনিচ সরদার। এ ঘটনায় ধর্ষিতার মা ১৩ মে গৌরনদী থানায় আনিচ সরদারের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ আনিচকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
পরে ট্রাইব্যুনালে ১২ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ ওই রায় ঘোষণা করেন বিচারক।
রায় ঘোষণার পরপরই আনিচকে বিশেষ ব্যবস্থায় কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম