দীর্ঘদিন ঢাকাই চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয়ের পর নতুন ভূমিকায় হাজির হচ্ছেন অভিনেতা জায়েদ খান। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লিখিয়েছেন তিনি।
এতে প্রতি শুক্রবার রাতে দর্শকদের সামনে ভিন্ন ভিন্ন অতিথি নিয়ে হাজির হবেন জায়েদ খান। প্রথম পর্বে অতিথি হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় অনুষ্ঠানটি একযোগে প্রচার হবে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ‘ঠিকানা’ পত্রিকার ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
টক শো সঞ্চালক হিসেবে নিজের অভিষেক প্রসঙ্গে নিউইয়র্ক থেকে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের সেই গল্পগুলো উঠে আসবে- যেগুলো বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।’
এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনের জটিলতা, সংগ্রাম, সাফল্য এবং অভিজ্ঞতা তুলে ধরতে চান তিনি। নতুন এই ভূমিকায় জায়েদ খান নিজেও উচ্ছ্বসিত।
বিডি-প্রতিদিন/শআ