রাজধানীর লালবাগ ও চকবাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ, খুচরা বিক্রয় মূল্য না লেখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ টিম ঢাকা মহানগরীর লালবাগ ও চকবাজারে পরিচালিত অভিযানে বিস্কুট, কেক, পাউরুটির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না লেখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের অপরাধে মালেক বেকারিকে ৬০ হাজার টাকা, হৃদয় কনফেকশনারিকে ১৫ হাজার টাকা এবং রয়েল রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন