রাজধানীর পান্থপথে ফুট ওভারব্রিজে আগুন লেগেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুট ওভারব্রিজের নিচে রাখার ময়লার স্তূপ থেকে আগুন লেগেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে ফুট ওভারব্রিজে আগুন আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত