নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আপনারা (সরকার) বলেছেন পিয়াজ নাকি প্লেনে করে আসছে, কিন্তু সেই পিয়াজ কই? এলে তো দাম কমতো। যেভাবে পিয়াজ থেকে শুরু করে সব দ্রব্যের দাম যেভাবে বেড়েছে গত ৫০ বছরেও এমন বাড়েনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন মান্না।
এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় মন্তব্য করে মান্না বলেন, বর্তমান সরকারকে মানুষ ভোট দেয়নি। জোর করে ক্ষমতায় এসেছে। এজন্য কোনো কাজও ঠিকমতো করতে পারে না। শীতকালীন সব সবজির দামও বেড়েছে। এদিকে, সরকার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। গণশুনানিতে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে কেউ ছিলেন না তারপরও নাকি তারা বাড়াবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক নারী ঐক্যের সদস্য লাকী বেগম, অ্যাডভোকেট শিউলি সুলতানা প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন