পুলিশের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় উচ্চ আদালতের পৃথক দুই বেঞ্চ থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ১০ নেতা। বুধবার উচ্চ আদালতের পৃথক দুই বেঞ্চে জামিন অবেদন করলে শুনানি শেষে জামিন প্রদান করা হয়। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে ৯ জন এবং বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জামিন পান।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বিজয় দিবসের দিন সকালে র্যালি থেকে ব্যানার কেড়ে নেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে বিএনপির কতিপয় নেতাকর্মী। ওই সময় পুলিশের উপর চড়াও হয় তারা। ঘটনার দিন রাতেই জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের ১৯ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও তিনশ’ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন থানার এসআই ছাইফুল ইসলাম। মামলার রাতেই জেলা ও মহানগর বিএনপির দুই সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। আর ঘটনাস্থল থেকে গ্রেফতার ৪ নেতাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
জামিনপ্রাপ্তরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসিকুল ইসলাম রাজীব, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল হক ছক্কু এবং মৎসজীবী দল নেতা মাহামুদুল হক লিঙ্কন। তাদের পক্ষে মামলাটি পরিচালনা করেন, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট মাহাবুবুর রহমান খান।
বিডি-প্রতিদিন/শফিক