রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনো বিরোধী অভিযান চালিয়ে ৫ কোটি টাকার এফডিআর ও নগদ প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৩)।
ক্যাসিনোকাণ্ডে জড়িত গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাড়ি থেকে এসব অর্থ উদ্ধার করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে এ অভিযান শুরু হয়।
এ বিষয়ে মঙ্গলবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন