রাজধানীর মিরপুর এলাকায় রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে ওই নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মিরপুর মডেল থানার (এসআই) মো. ইমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মিরপুর ১০ হোন্ডাগলি এলাকার রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর হাত ও শরীরের কিছু অংশ পোড়া ছিল। ধারণা করা হচ্ছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম ঠিকানা জানা যায়নি বলে জানান এসআই ইমদাদ।
বিডি প্রতিদিন/কালাম