রাজধানীর ইস্কাটনে দিলু রোডের পাঁচতলা একটি বাসার গ্যারাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া আহত হয়েছেন কয়েকজন।
বুধবার গভীর রাতে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের পর মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা